ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া অসন্তুষ্ট সাধারণ ক্রেতা
- আপডেট সময় : ০৪:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নদীর নয়, বাজারে সরবরাহ বেড়েছে সাগরের ইলিশের। তবে ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালের বাইরে স্বাদের এই মাছ। এদিকে কিছু কিছু সবজির দাম কমলেও কাঁচা মরিচ দাম এখনও চড়া। প্রতি কেজি ১৬০ থেকে ২০০ টাকা।
ভরা মৌসুমেও ইলিশের চড়া দামে বাজারে এসে অসন্তুষ্ট সাধারণ ক্রেতারা। বাজার ভেদে ইলিশ মাছের কেজি এখন ৮’শ থেকে আড়াই হাজার টাকা।
সাহেদা প্রায় আধা-ঘন্টা বাজার ঘুরে মাঝারি আকারের দুটো ইলিশ কিনেছেন তিন হাজার টাকায়। কেনার ইচ্ছে থাকলেও অনেকের পক্ষেই তা সম্ভব হচ্ছে না। দর-দাম করে ফিরে যাচ্ছেন কেউ কেউ। আবার যাদের সাধ্যে রয়েছে কিনতে দেখা গেছে তাদের।
নদীর ইলিশের চেয়ে বাজারে বেড়েছে সাগরের ইলিশ। তবে দাম কমেনি আশাজনক।
এখনও আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগী। প্রতি কেজি ১৫০-১৬০ টাকা। গরুর মাংস ৭’শ আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৮’শ থেকে ৯’শ টাকায়।তবে কয়েবদিনের ব্যবধানে আবারও বেড়েছে ডিমের দাম। ডজন প্রতি কোথাও ১২০ কোথাও ১২৫ টাকা।
ঝাঁজ কমেনি কাঁচা মরিচের। প্রতি কেজি ১৬০ থেকে ২০০ টাকা। তবে কমেছে অনেক সবজির দাম।
সরকারি সিদ্ধান্তে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত চালের বাজার। সরবরাহ ব্যাপক হলেও দাম কমার কোন লক্ষণ নেই চালের। বিক্রেতারা বলেছেন, ডলারের দাম বাড়ায় বেড়েছে মশলার দাম।
বাজার নিয়ন্ত্রণে আবারও সরকারের নজরদারী বাড়ানোর তাগিদ দিয়েছেন সাধারণ মানুষ।




















