ভঙ্গুর অর্থনীতি চাঙ্গা করতে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস ব্যবসায়ীদের

- আপডেট সময় : ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ১৬১৩ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দিতে চায় চট্টগ্রামের ব্যবসায়ীরা। পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরীতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমদানী-রপ্তানী বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি জবাবদিহিতার আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান তারা। সরকারের নীতিগত সহায়তা পেলে, পতিত স্বৈরাচারের ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে ফের চাঙ্গা করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা।
১৮ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ, ঝুকিপুর্ণ রিজার্ভ, গুরুত্বহীন প্রকল্পের চাপ, সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরন করতে গিয়ে আমলাতন্ত্রকে মেধাশুন্য করাসহ এককথায় দেশের মেরুদণ্ড ভেঙ্গে রেখে পলায়ন করেছে পতিত স্বেরশাসক শেখ হাসিনার সরকার। ফুটেজ-১
খাদের কিনার থেকে দেশকে টেনে তুলতে আপ্রাণ সংগ্রাম করছে বর্তমান অন্তর্বর্তিকালীন সরকার। সরকারের এই উদ্যোগে সহযোগী হতে চায় চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠনগুলো।
সাধারণ মানুষের ভোট ছাড়া ক্ষমতায় টিকে থাকতে গেল ১৫ বছর ধরে আমলাতন্ত্রকে ক্ষমতায়ন করেছে পতিত সরকার। ফলে বন্দরে বাড়াবাড়ি, কাস্টমসের হয়রানী, বন্ড, ভ্যাট আয়করসহ সংশ্লিষ্ট সব দফতরে হিডেন খরচের পরিমাণ ছিলো অনেক বেশি। যার প্রভাব পড়ে ভোক্তা পর্যায়ে। তাই বাজারকে নিয়ন্ত্রনে রাখতে হলে, ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট দফতরগুলোকে আনতে হবে জবাবদিহিতার আওতায়।
১৫ বছর ধরে বেলুনের মতো ফুলিয়ে রাখা হয় দেশের জাতীয় অর্থনীতিকে। সংকটময় সময়ে যা চুপসে গেছে মুহুর্তের মধ্যে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে অন্তর্বর্তীকালীর সরকারের ওপর ভরসা রাখতে চান উদ্যোক্তারা। ফুটেজ-৪
সট: জহিরুল ইসলাম রিঙ্কু, পরিচালক, পিএইচপি ফ্যামিলী
পতিত স্বৈরাচারের অনুসারিরা এখন ১৫ বছরের অব্যবস্থাপনাকে রাতারাতি পরিবর্তনের কথা কথা বলে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ ব্যবসায়ী নেতাদের। সেটাফ