বড় বাজারের রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বড় বাজারের রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সকালে ১ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নগরীর বড় বাজারের সড়ক আরসিসি দ্বারা উন্নয়ণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান, হামিদা পারভিন, ব্যবসায়ী নেতা সালমান ওমর রুবেল। এসময় সিটি মেয়র টিটু বলেন, কাজ চলার সময়ে ব্যবসায়ীরা একটু সমস্যায় পড়লেও আগামী ১৫/২০ বছর এর সুফল ভোগ করতে পারবে। এসময় রাস্তার উন্নয়ন কাজে কোন ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন তিনি।