বড় পর্দায় ফিরছেন অপি করিম

- আপডেট সময় : ০৪:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
- / ১৮৫২ বার পড়া হয়েছে
এক সময়ে দর্শকদের কাছে অপি করিমের আবেদনটা ছিল অন্যরকম। অভিনয়ে, উপস্থাপনায় আমাদের তিনি মুগ্ধ করেছেন বারবার। সময়ের পটপরিক্রমায় মিডিয়া থেকে দূরে সরেছেন, অনিয়মিত হয়েছেন টিভি পর্দায়। কিন্তু ‘মিস শিউলি’ হয়ে অপি করিম জানান দিয়ে গেছেন, মোটেও ফুরিয়ে যাননি তিনই।
একটা সময়ে ড্রয়িং রুমের বোকাবাক্স মাতিয়ে রাখা এই অভিনেত্রী ফিরছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমার মাধ্যমে। ছবিটির নাম ‘মায়ার জঞ্জাল’, পশ্চিমবঙ্গের পরিচালক ইন্দ্রনীল এটি পরিচালনা করেছেন । অপি করিম ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহেল মন্ডল, পরাণ বন্দোপাধ্যায় সহ আরও অনেকে।
সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইউরোপিয়ান প্রিমিয়ার হয় সিনেমাটি। ইতিমধ্যেই অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিতও হয়েছে চলচ্চিত্রটি। ‘মায়ার জঞ্জাল’ চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পাবে এবছরের ফেব্রুয়ারী মাসে।