ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না

- আপডেট সময় : ০৭:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদকে দু’দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। নির্বাচন থেকে তাকে বিরত রাখার অপচেষ্টা হচ্ছে জানিয়ে তাকে গুমের অভিযোগ করেছে পরিবার।
আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি উপ-নির্বাচনে উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী। আসিফ জোরেশোরেই প্রচারণায় নেমেছিলেন। গত দু’দিন ধরে তাঁর পক্ষে কোনো প্রচারণা নেই। গত বুধবার নিখোঁজ হন আবু আসিফের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী শাফায়াত সুমন। পরে তাকে পুরোনো মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে ডিবি পুলিশ। সরাইল-আশুগঞ্জ আসনে আবদুস সাত্তার ভূঁইয়া ছাড়া এখন প্রার্থী আছেন- আবু আসিফ আহমেদ, জাপার আবদুল হামিদ ভাসানী এবং জাকের পার্টির জহিরুল ইসলাম। আওয়ামী লীগের তিন প্রার্থী দলের সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।