ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৭১৫ বার পড়া হয়েছে
সত্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালত আয়েশা বেগমের আদালতে সাজন রবিদাস নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মেডিক্যাল সার্টিফিকেটে সত্য গোপনের অভিযোগে মামলাটি করেন বাদী রবিদাস। অভিযুক্ত আসামিরা হলেন, জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. এ বি এম মুছা চৌধুরী, ডা. মির্জা মো. সাইফ, ডা. সোলাইমান মিয়া, ডা. ফাইজুর রহমান, ডা. খান রিয়াজ মাহমুদ ও ডা. রানা নূরুস সামস। মামলায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং প্রকৃত সত্য গোপনের অভিযোগ আনা হয়। মামলার বাদিপক্ষের আইনজীবী রাকেশ চন্দ্র সরকার জানান, মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে।