ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার একমাসের মাথায় বদলি করা হলো সদর থানার ওসিকে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার একমাসের মাথায় বদলি করা হলো সদর থানার ওসিকে। একই সহিংসতায় জড়িতের অভিযোগে মাদরাসার ২০ ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
ওসি মোহাম্মদ আবদুর রহিমকে ব্রাহ্মণবাড়িয়া থেকে বদলি করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার আদেশ দেয় পুলিশ সদর দপ্তর। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় বহিষ্কৃত ২০ছাত্রই জেলা শহরের কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ২০২০-২০২১ ঈসায়ী শিক্ষাবর্ষের ছাত্র ছিল। সোমবার রাতে মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সামছুল হক সরাইলী স্বাক্ষরিত এক আদেশে তাদের বহিষ্কার করা হয়। গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতায় সরকারি স্থাপনায় হামলার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। এদিকে, বায়তুল মোকারমে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নকলায় দলের সদস্য আসাদুজ্জামান মানিককে গ্রেফতার করেছে পুলিশ।