ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা ও ভাংচুরের সময় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গার মামলায় ১ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৭৩০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ মার্চের সহিংসতা ও ভাংচুরের সময় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গার মামলার অভিযুক্ত আরমান আলিফকে আটক করেছে রেব-১৪।
বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রেব-১৪’র অধিনায়ক লে: কর্ণেল আবু নাঈম মোহাম্মদ তালাত। তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করার পর ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শহরের কাজীপাড়ার বাসা থেকে ম্যুরাল ভাঙ্গার কাজে ব্যবহৃত শাবল, একটি পিস্তল, ২টি ম্যগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
















