ব্রাহ্মণবাড়িয়ায় বাগবিতণ্ডার জেরে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় বাগবিতণ্ডার জেরে ইকরাম মিয়া নামে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রেদোয়ান আনসারী রিমোর বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ইকরাম জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশের পরিদর্শক সোহরাব আল হোসাইন জানান, সাবেক ছাত্রলীগ নেতা রেদোয়ান আনসারী রিমোর বাসায় নিয়মিত যাতায়াত ছিল ইকরাম মিয়ার। গত সন্ধায় মোটরসাইকেলের চাবি নিয়ে রিমোর মামাতো ভাই রায়হানের সঙ্গে ইকরামের বাগবিতণ্ডা হয়। এরই জেরে রায়হান ছুরিকাঘাত করেন ইকরামকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।