ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত ও ৮ পুলিশ সদস্যসহ ২০ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত ও ৮ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, পরমানন্দপুর গ্রামের দেওয়ান গোষ্ঠী ও খাঁ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে খা গোষ্ঠীর আইয়ুব খান ও তার ছেলেকে মারধর করে দেওয়ান গোষ্ঠীর লোকজন। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সকাল থেকে দুই পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় খা গোষ্ঠীর শামসুল হক নিহত হন। খবর পেয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন টিটু একদল পুলিশ নিয়ে সেখানে পৌছান। তিনি জানান, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় শমসুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। পুলিশের ৮ সদস্য এ ঘটনায় আহত হয়েছে।























