ব্রাহ্মণবাড়িয়ায় দুই নারীর মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের আফতাবনগর এলাকার তিতাস নদীতে অজ্ঞাত এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর পড়নে সেলোয়ার কামিজ ও ওড়না ছিল। তার মরদেহ শেকল দিয়ে ভারী পাথরের সাথে বাধা ছিল। একই সময় সদর উপজেলার বুধল ইউপির বুধল গ্রাম থেকে আব্দুর রহমানের স্ত্রী রায়হানা বেগমকে গলায় আঘাতের চিহৃ থাকা অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।