ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে ডুবে নাবিল রহমান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। কোরবানির গরু গোসল করাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
দুপুরে শহরের কাউতলীস্থ কুরুলিয়া খাল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয়রা জানান, নাবিল কুরুলিয়া খালে কোরবানির গরুকে গোসল করিয়ে একটি গাছের সাথে বেঁধে নিজে গোসল করতে নামে। এসময় সে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে। পরে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল এসে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ওই কিশোরের মরদেহ হস্তান্তর করা হয়েছে।


























