ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেয়ার দায়ে আটক ১ জনকে ৬ মাসের সাজা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেয়ার দায়ে আটক ১ জনকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে জাল ভোট দিতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় সে। আলাউদ্দিন ইদ্রিস মিয়া নামের এক ভোটারের ভোট দিতে আসে। পুলিশ জানায়,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ এর সম্মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধৃত হয় সে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।