ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জেরে জামাল মুন্সি নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৬৬২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামাল মুন্সি নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
তিনি আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ হানিফ মুন্সির ছোট ভাই। শুক্রবার রাত ১টায় উপজেলার চর চারতলায় তার উপর হামলা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের লতি গোষ্ঠীর লোকজন রাত ১টায় জামাল মুন্সির ওপর সশস্ত্র হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আরো সাত জন আহত হন। আহত অবস্থায় জামালকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।