ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৮৫৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব শত্রুতার জের ধরে অলেক মিয়া নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য বিস্তার, নির্বাচনি বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে রাধানগর গ্রামের বর্তমান মেম্বার মাসুদ মিয়া এবং সদ্য নবনির্বাচিত মেম্বার মহসিন মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এই জেরে রোববার রাত সোয়া ৮টার দিকে বর্তমান মেম্বার মাসুদের পক্ষের অলেক মিয়া এশার নামাজের পর বাড়ি ফিরছিলেন। এসময় নবনির্বাচিত মেম্বার মহসিনের লোকজন তার উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।