ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জনবল সংকট
- আপডেট সময় : ০৭:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে জনবল সংকটসহ নানা সীমাবদ্ধতা। প্রতিনিয়ত সক্ষমতার প্রায় ৪ গুণ বেশি রোগি সেবা নিতে আসায় চিকিৎসার মান ব্যাহত হচ্ছে, অন্যদিকে সীমাহীন চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মরতরা। এছাড়া, সেবা গ্রহীতাদের ভোগান্তি পৌঁছেছে চরমে।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড। রোগীদের জন্য আসন বরাদ্ধ আছে ২০টি। শীত আসার পর এ ওয়ার্ডে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ জন রোগী চিকিৎসা নিতে আসছেন। ফলে থাকতে হচ্ছে হাসপাতালের বারান্দা কিংবা মেঝেতে। তীব্র শীতে বেড়েছে দুর্ভোগ।
বহি:বিভাগেও রোগীদের উপচে পড়া ভীড়। রোগীর সমস্যা শোনা, পরীক্ষা দেয়া-রিপোর্ট দেখা ও ঔষধ লেখার জন্য একজন চিকিৎসক সময় পাচ্ছেন মাত্র দুই-থেকে আড়াই মিনিট।
জনবল সংকটসহ নানা সীমাবদ্ধতার কথা জানিয়ে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।
হাসপাতালে রি-এজেন্ট সংকটের কারণে কিছু পরীক্ষার সেবাও বিঘ্নিত হচ্ছে। দ্রুত এসব সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেবে সরকার। এমন প্রত্যাশা সকলের।



















