ব্রাহ্মণবাড়িয়ায় দুইদল সংঘর্ষে এক ব্যক্তি নিহত

- আপডেট সময় : ০৪:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ১৯১৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি দখলকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কামাল উদ্দিন।
পুলিশ জানায়, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীর তীর সংলগ্ন খাস জমিতে দীর্ঘদিন ধরে ধানচাষ করে আসছেন ইউপি সদস্য নাজমা আক্তারের পক্ষের লোক ও নিহত কামাল উদ্দিনের ভাই কাউছার মিয়া। সম্প্রতি ওই জমি দখলে নিতে উঠেপড়ে লাগেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আসমা আক্তারের পক্ষের মামুন, রিপন ও দুলালসহ কয়েকজন। দুপুরে জমির দখল নিয়ে উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন লোক আহত হয়েছেন। সংঘাত এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।