ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০৬ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০৬ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ ১০ জন।
ব্রাজিলের পার্নাম্বুকো রাজ্যের গভর্নর পাওলো কামারা বলেছেন, ‘নিখোঁজদের খুঁজতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’ মঙ্গলবার পার্নাম্বুকো পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট । গত পাঁচ মাসে ব্রাজিলে এটি চতুর্থ বড় বন্যার ঘটনা। গত ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে বৃষ্টিপাতে কয়েক ডজন মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। জানুয়ারির শেষের দিকে সাও পাওলোতে বন্যায় কমপক্ষে ১৮ জন মারা যায়। এর পরের মাসেই রিও ডি জেনিরো রাজ্যে প্রবল বর্ষণে নিহত হয় ২৩০ জনেরও বেশি মানুষ।