ব্রাজিলে একদিনে করোনায় রেকর্ড ৪২১১ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ব্রাজিলে একদিনে করোনায় রেকর্ড ৪২১১ জনের মৃত্যু হয়েছে
চিকিৎসার অপেক্ষায় থেকে মারা যাচ্ছেন রোগী। ব্রাজিলে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় রেকর্ড ৪হাজার ২১১ জনের মৃত্যু হয়েছে।একইসঙ্গে এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৯ জন।দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণের হার বাড়ছে খুবই দ্রুত। হাসপাতালগুলোতে এখন রোগীর ঠাঁই নেই। ইতোমধ্যে দেশটিতে ৩ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। পরিসংখ্যানে যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান। কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ক্রমাগতই লকডাউনের বিরোধিতা করে যাচ্ছেন। এদিকে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। ভয়াবহ আকার ধারন করেছে। রেকর্ড মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এই সময়ে ৬৩০ জন মারা গেছেন মহামারিতে। গত মাসের মধ্যে দেশটিতে সংক্রমণে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।



























