ব্যবসায়ীর বাড়ি থেকে ভিজিডি ও ভিজিএফের ৫ টন চাল জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ভিজিডি ও ১০ টাকা কেজি দরের ভিজিএফের ৫ টন চাল জব্দ করা হয়েছে।
রাণীনগর উপজেলার রাতোয়াল শালগাড়ীয়াপাড়ায় চাল ব্যবসায়ী আয়েত আলীর বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়। তবে ব্যবসায়ী আয়েত আলী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, অনিয়ম করে ব্যবসায়ী আয়েত আলী ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল মজুদ করেছেন- এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৫ টন চাল এবং ১৩৮টি খালি বস্তা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
























