ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
রংপুর নগরীর মর্ডান মোড় দোলাপাড়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ী মিজানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে ব্যবসা সংক্রান্ত কথা বলার জন্য মিজানকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যায়নি। স্বজনরা জানান, আলু ব্যবসায়ী রেজা বুধবার সকালে ফোন করে নিহতের স্ত্রীকে জানায় তার স্বামীর লাশ দোলাপড়া এলাকায় পড়ে আছে। এ ঘটনার পর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।