ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না: আইজিপি
- আপডেট সময় : ০৮:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ১৮১১ বার পড়া হয়েছে
পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমদসহ কোন পুলিশ কর্মকর্তার দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না। আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রক্রিয়া চলছে। সেই অনুযায়ীই সব নিষ্পত্তি হবে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরো বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে। বহুমাত্রিক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত করতে পারছে। পার্বত্য চট্টগ্রামে অপরাধ দমনের ফলে সেখানে এখন পরিস্থিতি শান্ত। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ প্রধান। পরে আরএমপি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করে অংশ নেন প্রতিষ্ঠা বার্ষিকীর রেলিতে। সবশেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন তিনি।















