ব্যক্তিগত বিরোধের জেরে একই পরিবারের চারজনকে জবাই করে হত্যা
- আপডেট সময় : ০১:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ব্যক্তিগত বিরোধের জেরে সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোররাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন, খলসি গ্রামের হ্যাচারি মালিক শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহি ও মেয়ে তাসনিম। নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, বাড়িতে তার মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ মোট ছয়জন থাকতেন। মা গতকাল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। তিনি ছিলেন পাশের ঘরে। ভোরে ভাইয়ের ঘর থেকে বাচ্চাদের গোঙানির আওয়াজ পান। তাৎক্ষণিক ছুটে গিয়ে বাইরে থেকে আটকে রাখা দরজা খুলে এ বিভৎস দৃশ্য দেখতে পান। কিছুক্ষণ পর বাচ্চা দুটিও মারা যায়। তিনি আরও জানান, তাদের সাথে জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ছিল। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারান চন্দ্র পাল জানান, হত্যারহস্য উন্মোচনে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।
























