বৈশাখের বর্ষবরণের আয়োজনে সুনির্দিষ্ট কোনো হামলার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার
																
								
							
                                - আপডেট সময় : ০৩:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
 - / ১৮৯০ বার পড়া হয়েছে
 
পহেলা বৈশাখের বর্ষবরণের আয়োজনে সুনির্দিষ্ট কোনো হামলার শঙ্কা নেই, তবুও অতীতের সবকিছু মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে বৈশাখের সকল অনুষ্ঠান শেষ করতে হবে। আর র্যাব মহাপরিচালক জানান, পহেলা বৈশাখের অনুষ্ঠান কে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে প্রস্তুত থাকবে রেব। রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন তারা।
পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে রমনার বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, হাবিবুর রহমান।
এ সময় নিরাপত্তা মহড়া করে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ ডিএমপির অন্যান্য ইউনিট।
মহড়া সহ সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার পহেলা বৈশাখ উদযাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, যেসব জায়গায় অনুষ্ঠান হবে সিসিটিভি দিয়ে পুরো এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে।
সুনির্দিষ্ট কোন জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলেও জানান তিনি।
পরে রমনা বটমূল এলাকা পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি জানান সারাদেশে পহেলা বৈশাখের নিরাপত্তা নিশিতে প্রস্তুত রয়েছে র্যাব।
দর্শনীয় স্থানগুলোতে র্যাবের চেকপোস্ট থাকবে জানিয়ে তিনি বলেন যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে রেবের।
																			
																		














