বৈরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৈরুতের সংসদ ভবনের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে কর্মকর্তারা।
বিক্ষোভকারীদের মতে, বৈরুতে হওয়া বিস্ফোরণের কারণ সরকারের অবহেলা। বিস্ফোরণে অন্তত ১৩৭ জন মারা যান এবং প্রায় ৫ হাজার মানুষ আহত হন। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। সরকারি কর্মকর্তারা বলছেন ২০১৩ সাল থেকে প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বন্দরের কাছে অনিরাপদভাবে মজুদ করে রাখা ছিল। এই ঘটনার তদন্তের কাজে এরই মধ্যে ১৬ জনকে আটক করা হয়। এই ঘটনার পর থেকে জর্ডানে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত সহ দুইজন কর্মকর্তা ও একজন এমপি পদত্যাগ করেছেন।