বৈধ আগ্নেয়াস্ত্রের মালিকদের স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বরিশালে বৈধ আগ্নেয়াস্ত্রের মালিকদের মাঝে স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ করা হয়েছে।
স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সকালে জেলা প্রশাসনের হলরুমে আনুষ্ঠানিভাবে আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল ও বর্তমান সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক এবং স্পেকট্রাম বিডি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন। উদ্বোধনী দিনে বৈধ লাইসেন্সধারী ১০ জনের মাঝে স্মার্ট লাইসেন্স কার্ড বিতরন করা হয়।


















