বৈধ-অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধে তৎপর চট্টগ্রাম পুলিশ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে নামছে চট্টগ্রাম পুলিশ। অস্ত্রের অবৈধ ব্যবহার প্রতিরোধে বিশেষ পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ।
জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এসময় তিনি আরো বলেন, ইউপি নির্বাচনের সহিংসতাকে বিবেচনায় রেখে বেশ কয়েকটি উপজেলায় আইনশৃঙ্খলা নিশ্চিতে খুব শিগগিরি অভিযানে নামবে পুলিশ। অনেক উপজেলায় পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধেও নানা অপরাধে জড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। তাদেরও নজরদারিতে রাখার পাশাপাশি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার। একই সাথে দুর্গাপূজা ও রাজনৈতিক কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়াতে না পারে সে ব্যাপারেও পুলিশ পদক্ষেপ নিচ্ছে।

 
																			 
																		























