নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন দিকসহ নানা সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে আ.লীগ

- আপডেট সময় : ০২:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১৮৪৪ বার পড়া হয়েছে
আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন দিকসহ দলীয় নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে কার্যনির্বাহী কমিটির বৈঠকে বসছে আওয়ামী লীগ।
৯ নভেম্বর বিকালে গণভবনে কার্যনির্বাহী কমিটির এ বৈঠকের কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ক্ষমতাসীন দলের এ বৈঠকে নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন, তফসিল পরবর্তি দলীয় কর্মসূচি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করনীয় বিষয়ে আলোচনা হবে। দলের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের গণতন্ত্র ও আগামী নির্বাচন সব মিলিয়ে ৯ তারিখের মিটিং খুব গুরুত্বপূর্ণ।
এদিকে….চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে কাল বিকেলে চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। সফরকালে আওয়ামী লীগ নেতারা চীনের ক্ষমতাসীন পার্টির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয় ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে বরে জানা গেছে।