বগুড়া-১ আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণাঃ বিরূপ প্রতিক্রিয়া

- আপডেট সময় : ০৫:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
করোনার হটস্পট বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার বেশিরভাগ এলাকা বন্যার পানিতে ভাসছে। এরই মধ্যে বগুড়া-১ আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে স্থানীয় জনগণের মাঝে।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসনটি শুন্য হয়। গত ২৯ মার্চ উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের সব প্রস্তুতিও নেয়া হয়। কিন্তু, করোনা সংক্রমণের আশঙ্কায় নির্বাচন স্থগিত করা হয়। পরিস্থিতির উন্নতি না হলেও ১৪ জুলাই আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসি।
কিন্তু ভোট নিয়ে তেমন কোনো উৎসাহ নেই এলাকায়। কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হবে এমন আশঙ্কাই করছে তারা।
নির্বাচন পেছানোর দাবি করেন সচেতন নাগরিক কমিটির এই নেতা।
বন্যায় সারিয়াকান্দি ও সোনাতলার চৌদ্দটি ইউনিয়নের প্রায় ৭৫ হাজার মানুষ এখন পানিবন্দি। এই আসনের ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার।