বেনাপোল স্থলবন্দরে ৫ কিলোমিটার এলাকাজুড়ে লম্বা যানজটের সৃষ্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে সয়াবিন মিল রপ্তানি বেড়ে যাওয়ায় পণ্যের ট্রাক আটকে ৫ কিলোমিটার এলাকাজুড়ে লম্বা জট তৈরি হয়েছে।
প্রতিদিন ৫০০ ট্রাক রপ্তানি পণ্য বেনাপোল বন্দরে এলেও ভারতে রপ্তানি হচ্ছে মাত্র ২০০ থেকে ২৫০ ট্রাক। ফলে, প্রতিদিন শতশত রপ্তানি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে বেনাপোল বন্দরে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ভারতে সয়াবিন মিল রপ্তানি বেড়ে যাওয়ায় বেনাপোলের প্রধান সড়কের ওপর প্রায় ১ হাজারের বেশি পণ্যবোঝাই ট্রাক দাড়িয়ে আছে। এখনও বেনাপোলে আটকে আছে ৭০০ ট্রাক পণ্য। ফলে ব্যাহত হচ্ছে আমদানি কাজ।