বেনাপোল বন্দরের এক কর্মচারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৮৫৫ বার পড়া হয়েছে
বেনাপোল বন্দরের এক কর্মচারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে ওই কর্মচারী আলআমিনের বাড়ির পাশে মরদেহ ফেলে রেখে যায় তারা।
গেলোরাতে রাতে কারা এসে আলআমিনকে ডেকে নিয়ে গেছে জানেন না পরিবারের সদস্যরা। তাদের দাবি, যারা ডেকে নিয়ে গেছে তারাই তাকে হত্যা করেছে। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, সকালে মোবাইলে জানতে পারি বেনাপোল দুর্গাপুর ওয়ার্ডে এক যুবককে হত্যা করা হয়েছে।
শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা। তিনি আরো জানান, জড়িতদের আটকে অভিযান চলছে। আল আমিন বন্দরের ৩৭ নাম্বার শেডের পিয়ন।