বেনাপোলের গোগা সীমান্তে ৩০টি সোনার বারসহ এক পাচারকারী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৩০টি সোনার বারসহ আসিকুর রহমান নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ আসিকুর রহমানকে আটক করে। আটককৃত স্বর্ণের বারগুলোর বাজারমূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমেদ জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
















