বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে সারাদেশে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা রিজভীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় সারাদেশে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি দেন তিনি। রিজভী বলেন, খালেদা জিয়ার রোগমুক্তি ও চলমান গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের রূহের মাগফিরাত কামনায় আগামী মঙ্গলবার মহানগর-জেলা-উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার এক মূর্ত প্রতীক বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।