বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন: রিজভী
- আপডেট সময় : ১০:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
রিজভী আরও বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসনকে বন্দি রেখে তাকে হত্যার চেষ্টা করছে সরকার। প্রায় ৫ লাখের বেশি মামলা দেয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনী মিলে ভোটের আগে রাতই ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, কথায় কথায় বিরোধী দলের সমাবেশের উপর ১৪৪ ধারা জারি করছে সরকার। সেই ১৪৪ ধারা ভেঙে বেরিয়ে আসছে মানুষ। বিএনপির সমাবেশে মানুষের ঢল নামছে। দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠছে জনগণ। আওয়ামী লীগ কখনোই নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।










