করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে স্থানান্তর
- আপডেট সময় : ০৭:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিট- সিসিইউতে নেয়া হয়েছে। বিকেল ৪টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, সকাল থেকে শ্বাসকষ্ট অনুভব করলে বিকেলে তাকে সিসিইউতে স্থানান্তরের পর বর্তমানে অবস্থা কিছুটা স্থিতিশীল। এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। ২৭ এপ্রিল গুলশানের ওই হাসপাতালে ভর্তির পরদিনই তার জন্য ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর ১১ এপ্রিল থেকে গুলশানের বাসায় থেকে ব্যক্তিগত চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। ১৪ দিন পর আবার পরীক্ষা করা হলে তখনও তার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৭ এপ্রিল রাতে তাকে এভারকেয়ারে নেয়া হয়। সিটি স্ক্যান ও কয়েকটি পরীক্ষা করার পর সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ৬ দিন ধরে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।




















