বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সরকার : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অভিযোগ করেছেন, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সরকার। দুপুরে রাজধানীতে এক সভায় এ অভিযোগ করেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি এবং শহীদ ডাঃ মিলনের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে নব্বরই ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে তিনি বলেন, বাংলাদেশকে পুরোপুরি বিরাজনীতিকরণের মাধ্যমে একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের জন্য এক এগারোর সময় থেকে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। তারই ফল স্বরূপ আজকে খালেদা জিয়াকে মৃত্যুর প্রহর গুণতে হচ্ছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা বিদ্রূপ করতেও দ্বিধা করছে না।