বেগম খালেদা জিয়াকে আর আপোসহীন বলার সুযোগ নেই : নৌপরিবহন প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে আর আপোসহীন বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পায় যে নেত্রী মুক্ত হয়েছেন তাকে আপোষহীন পদবী মানায় না বলেও মন্তব্য করেন মন্ত্রী। দিনাজপুরের বিরলে দুর্গাপূজা উপলক্ষে সরকারী অনুদান বিতরণের সময় তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, সব প্রতিবন্ধকতা দূর করে বাংলাদেশ এই করোনাকালেও দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এসময় জেলার ৯৩টি পূজা মন্ডপের প্রত্যেকটিতে ১৮ হাজার টাকা করে অনুদান দেন তিনি। এছাড়া ৪০ জন ব্রাহ্মণের প্রত্যেককে ২ হাজার টাকাসহ মাস্ক ও হ্যান্ড সেনিটাইজারও তুলে দেন। এর আগে তিনি মঙ্গলপুর ইউনিয়নের শিবমন্দির, শ্মশান এবং বিরল রেলষ্টেশন এলাকায় দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।