বৃহস্পতিবার থেকে সারাদেশে আপাতত এক সপ্তাহর জন্য শিথিল হচ্ছে কঠোর বিধিনিষেধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
চলমান কঠোর বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। বিধি মেনে গণপরিবহন, দোকানপাটসহ প্রায় সবকিছুই চালুর অনুমোদন দেয়া হতে পারে। একই সঙ্গে চলবে কোরবানির হাটও।
কোরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনা-বেচার বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানা যায়। এসব বিষয়ে বিধি অনুয়ায়ী কিছু নিয়ম মেনে চলতে বলা হতে পারে। এ বিষয়ে কাল প্রজ্ঞাপন জারি হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে। এই সময়ে বিধিনিষেধ মেনে শহর এলাকায় চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে দূরপাল্লার বাস এবং ট্রেন-লঞ্চ বন্ধ থাকবে। শ্রমজীবী মানুষসহ জীবিকার দিক বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।
























