বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা নিয়ে বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৭৪১ বার পড়া হয়েছে
১২ নভেম্বর বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা নিয়ে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। তেল-গ্যাস-বিদ্যুত ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণসমাবেশকে কেন্দ্র করে মাদারীপুরে প্রস্তুতি সভা করে জেলা বিএনপি।
সকালে মাদারীপুর শহরের রেন্ডিতলায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় যোগ দেন জেলা-উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, পরিবহন বন্ধ করে রংপুরের সমাবেশে বাধা দিতে পারেনি সরকার। আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির সমাবেশেও বাস বন্ধ করে বাধা সৃষ্টি করতে পারবে না। নেতা-কর্মী পায়ে হেঁটেই গণসমাবেশে যোগ দেবে। এ সময় আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বিএনপির এই নেতা বলেন, যে করেই হোক ভোট চোর সরকারের পতন ঘটাতেই হবে। প্রয়োজনে আবারও মাঠে-ময়দানে যুদ্ধে নামবে বিএনপিসহ সাধারণ মানুষ।