বৃষ্টি বিঘ্নিত ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে ৮৩ রানে পিছিয়ে লঙ্কানরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে জবাব দিচ্ছে শ্রীলংকা। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিন শেষে ৮৩ রানে পিছিয়ে লঙ্কানরা। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ২৮২ রান।
২ উইকেটে ১৪৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলংকা। দিনের দ্বিতীয় বলেই ব্রেক থ্রু এনে ভালো ইঙ্গিত দেন ইবাতদ হোসেন। নাইট ওয়াচম্যান কাসুন রাজিতকে ফেরান তিনি। ভয়ঙ্কর হয়ে উঠা দিমুথ করুণারত্নেকে সেঞ্চুরি বঞ্চিত করেছেন সাকিব। ৮০ রানে লঙ্কান ওপেনারকে ফেরান দেশসেরা অলরাউন্ডার। এরপর বৃষ্টিতে লম্বা সময় বন্ধ থাকে খেলা। শেষ বিকেলে খেলা মাঠে গড়ালেও সফরকারী ব্যাটারদের বিপদে ফেলতে পারেনি টাইগার বোলাররা। ৫৮ রানে ধনাঞ্জয়া ডি সিলভার উইকেট শুধু বাংলাদেশের প্রাপ্তি। ম্যাথিউসের অপরাজিত ৫৮ রানে দৃঢ় অবস্থানে শ্রীলংকা। প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ।



























