বুস্টার ডোজের টিকা গ্রহণের ছয় মাস পর শরীরের অ্যান্টিবডি কমে যায় : বিএসএমএমইউ
																
								
							
                                - আপডেট সময় : ০১:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
 - / ১৬২৭ বার পড়া হয়েছে
 
বুস্টার ডোজের টিকা গ্রহণের ছয় মাস পর শরীরের অ্যান্টিবডি কমে যায় বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সবাইকে করোনা বিষয়ক স্বাস্থ্য সুরক্ষার পদক্ষেপগুলো মেনে চলার পরামর্শ দেন তিনি।
সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোভিড নাইনটিন ভ্যাকসিন বিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন উপাচার্য। তিনি বলেন, বুষ্টার ডোজ গ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে দেখা যায়, টিকা গ্রহণের ৬ মাসের মাথায় করোনা প্রতিরোধক অ্যান্টিবডি অনেকাংশে হ্রাস পায়। করোনার সতর্কতা মূলক বিষয়গুলো এড়িয়ে গেলে স্বাস্থ্য ঝুঁকি তেরী হবে। পাশাপাশি, গত এক মাস ১ম ও ২য় ডোজ করোনার টিকা গ্রহণকারী ২২৩ জনের উপর পরিচালিত এক গবেষণায় ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে বলেও জানান শারফুদ্দিন আহম্মেদ। তবে,যাদের করোনা আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে তাদের মধ্যে অ্যান্টিবডির মাত্রা বেশি বলেও জানান তিনি।
																			
																		














