বুলবুলি খাতুনের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী
- আপডেট সময় : ০৬:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুরে বুলবুলি খাতুনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। নিজের জমি দাবি করে, ২৫ বছর ধরে বসবাসকারী এক সংখ্যালঘুর বাড়িতে কাঁটাতারের বেড়া দিয়েছেন তিনি। ওই নারীর হাতে হামলা-মামলার শিকার হয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে গ্রামবাসী।
মহেশপুর উপজেলার পুরন্দপুরে বাড়ি দিলীপ হালদারের। ২৫ বছর ধরে বসবাস করছেন। সম্প্রতি ওই জমিতে নিজের ভাগ আছে বলে দাবি করেছেন একই গ্রামের জেনিয়া সোহানী খাঁন বুলবুলি। সংখ্যালঘু ওই পরিবারের বাড়িতে কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছেন তিনি। এখন পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন দিলীপ। প্রতিবাদ জানালে মারধর করে দিচ্ছে মামলা। ওই গ্রামে বুলবুলির রোষানলের শিকার হয়েছে কমপক্ষে আটটি পরিবার। প্রতিবাদ করলেই দেওয়া হয় মামলা। তার অত্যাচার থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে এলাকার নারী-পুরুষ। স্থানীয় ইউপি চেয়ারম্যানও জানায় তার অসহায়ত্বের কথা। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ।
















