বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে টেকসই উন্নয়নে পরিবেশগত সমাধান বিষয়ক সেমিনার
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বুধবার থেকে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে টেকসই উন্নয়নে পরিবেশগত সমাধান বিষয়ক সেমিনার। দুই দিন ব্যাপী এ সেমিনারের আয়োজন করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি।
বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি জানান, সম্মেলনে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করনীয় ঠিক করতে তাদের মতামত তুলে ধরবেন। এসময় আওয়মী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক খন্দকার বজলুল হক বলেন, মেট্টোরেলের কারণে বায়ু দূষণ কয়েকগুন বেশি বেড়েছে । দূষণ কমিয়ে রাখতে ওয়াসা ও সিটি করপোরেশনকে শহরে পানি ছিটানোর আহ্বান জানান তিনি।


















