বুদ্ধিজীবীদের আত্মদানের উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয়নি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বুদ্ধিজীবীদের আত্মদানের উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয়নি। আর, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ব্যর্থ করে শেখ হাসিনার নেতৃত্বে জাতি সামনের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা।
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বুদ্ধিজীবীদের আত্মদানের উদ্দেশ্য এখনো বাস্তবায়ন হয়নি। তিনি আশা করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে জনগণ।