বীজ সংকট ও আমনের চারার অতিরিক্ত দামে দিশেহারা কৃষক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে দিনাজপুরে দু’দফা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে আমনের বীজতলা। বীজ সংকট ও বাজারে আমনের চারার অতিরিক্ত দামে দিশেহারা কৃষক। সংকট মোকাবেলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে, কৃষি বিভাগ।
এমাসেই পর পর দু-দফা বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে আমনের বীজতলা। এসব বীজতলা মূলত নদী তীর ও নীচু জমিতে করা হয়। বন্যায় নীচু এলাকা প্লাবিত হওয়ায় নষ্ট হয়ে গেছে জেলার দেড় হাজার হেক্টর বীজতলা। তাই আমনের চারা সংকট ও চারার দামে দিশেহারা স্থানীয় কৃষক।
কৃষকের পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি।
পরিস্থিতি মোকাবিলায় দোগাছি পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে, কৃষি বিভাগ।চারা সংকট কাটাতে প্রস্তুতির কথা জানান, এই কৃষি কর্মকর্তা।
জেলায় এবার দু’লক্ষ ৬০ হেক্টর জমিতে আমনের আবাদ হওয়ার কথা। এ পর্যন্ত রোপন করা হয়েছে মাত্র দুই শতাংশ জমিতে।