বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকেও ভালোবাসুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
বিশ্ব ভালোবাসা দিবসে কেবল মানুষকে নয়, সুন্দরবনকেও ভালোবাসুন। এই প্রতিপাদ্যে খুলনার বিভিন্ন প্রতিষ্ঠান যৌথভাবে সুন্দরবন দিবস পালন করেছে।
সকালে সিটি মেয়রের নেতৃত্বে নগরীর হাদিস পার্ক থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে এসে শেষ হয়। সুন্দরবন দিবস পালন উপলক্ষে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ মঈনুদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। আরো উপস্হিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহাসহ অন্যরা। এসময় বক্তারা বলেন, সুন্দরবন আমাদের ঐতিহ্য ও গর্বের, তাই সুন্দরবনকে রক্ষার জন্য এই অঞ্চলের মানুষকেই আগে এগিয়ে আসতে হবে।





















