বিশ্ব একের পর এক সংঘাত আর অনটনের মধ্য দিয়ে যাচ্ছে

- আপডেট সময় : ০২:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সদ্য করোনা মহামারি কাটিয়ে ওঠা বিশ্ব একের পর এক সংঘাত আর অনটনের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। চলতি বছরের শুরুতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যুক্ত করেছে নতুন মাত্রা। এর প্রভাব টের পাচ্ছে পুরো বিশ্ব। পুতিনের বিশেষ সামরিক অভিযান, মার্কিনিদের নিষেধাজ্ঞার খেলা আর এশিয়ায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কা। সব মিলিয়ে বছরের ৯ মাসই কেটেছে টানাপোড়েনের মধ্য দিয়ে। সহসা এর থেকে মুক্তির সম্ভাবনাও নেই বিশ্বের নানা প্রান্তের মানুষের।
মহামারি করোনা বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা দিয়েছে তা সামলে ওঠার আগেই পশ্চিমে যুদ্ধের পারদ আরও চাপ সৃষ্টি করেছে। প্রভাব পড়ছে ভূরাজনীতিতেও। সেইসঙ্গে বিশ্ব অর্থনীতির চাকা যেন ঘুরছে বিপরীতে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ঘিরে বিশ্বে দেখা দিয়েছে নানা সংকট।
ইউক্রেনের শস্য বিশ্বব্যাপী রপ্তানি না হওয়ায় দেশে দেশে দেখা দিয়েছে খাদ্য সংকট। এবং খাদ্যপণ্যে বিক্রি হচ্ছে লাগামহীন দামে। সারা দুনিয়ায় তীব্র হয়েছে জ্বালানি সংকটও। বিশ্বের অন্যতম বৃহত্তম তেল-গ্যাস রপ্তানিকারক রাশিয়ার ওপর পশ্চিমা জোটের নজিরবিহীন নিষেধাজ্ঞার ফলে জ্বালানির মূল্য রেকর্ড ছুঁয়েছে।
ইউরোসহ প্রায় প্রতিটি দেশের মুদ্রাস্ফীতির প্রতিবাদে বেশ কিছু দেশে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে মানুষ।
অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের উস্কানিতে উত্তেজনা চলছে চীন-তাইওয়ানের মধ্যে। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে দক্ষিণ সামরিক মহড়া বাড়িয়েছে চীন, ছুঁড়েছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র।
সম্প্রতি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বহু মাত্রায় বাড়িয়েছে উত্তর কোরিয়া। প্রথমবারের মতো জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে দেশটি। তাতে সামরিক মহড়া আর শক্তি জানান দিতে ব্যস্ত দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।
ইরান ফুঁসছে ভিন্নধর্মী এক প্রতিবাদী বিক্ষোভে। হিজাব পরার পর চুল দৃশ্যমান হওয়ায় গ্রেফতার বাইশ বছর বয়সী তরুণী মাইসা। পুলিশের হেফাজতে তাঁর মৃত্যুর বিক্ষোভের সূত্রপাত রূপ নেয় রক্তক্ষয়ী সংঘাতে। এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্ধনের ইঙ্গিত ইরান সরকারের।
দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সংকটের পাশাপাশি দেখা গিয়েছে রাজনৈতিক সংকট। শ্রীলঙ্কায় দেখা গেছে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের দৃশ্যপট রাজনৈতিক পালাবদলে গিয়ে কিছুটা থেমেছে। অনাস্থা ভোটে হেরে বিদায় নিতে হয়েছে ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানকে। দেশটিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় অর্থনীতি হুমকিতে। আফগানিস্তানের চিত্রটা আরও করুণ। সাম্প্রতিক সময়ের ভূমিকম্প, বন্যায় হাজারের বেশি মানুষের মৃত্যুও ঘটেছে।
প্রতিবেশী মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রী অং সান সু চিকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। সেখানে নারী-শিশুসহ অসংখ্য বেসামরিক হত্যার বহু ঘটনার খবর মিলছে আন্তর্জাতিক মিডিয়া এবং মানবাধিকার সংস্থার বরাতে। সক্রিয় আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে জান্তা সরকারের প্রতিদিনই সংঘর্ষের জের মিলছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতেও। নিহত হন ১ জন। আতঙ্কে দিন কাটছে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তবাসীর।
তবে বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি এভাবে চলতে থাকলে আগামী বছরেই হয়তো দেখা যেতে পারে বিশ্বব্যাপী মহামন্দা। পোলারাইজেশনের ফাঁদে পড়ে স্বল্প ও মধ্যম উন্নত দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ক্রমশ শোচনীয় পর্যায়ের দিকে যাচ্ছে। আইএমএফ বলছে, আগামী কয়েক মাসের মধ্যে মন্দার কবলে পড়বে তাবদ দুনিয়া।