বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৬০৬ বার পড়া হয়েছে
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে আজ।
ধর্মপ্রাণ মুসলমানদের ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ নদের পূর্ব পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল থেকেই তুরাগ তীরে অগণিত মুসল্লিদের ঢল নামে। ইজতেমা ময়দান ও আশপাশের রাস্তাঘাট কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইজতেমায় রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসেন মুসল্লীরা। দীর্ঘ পথ পায়ে হেঁটে এসেছেন অনেকেই। পুলিশের পক্ষ থেকে ইজতেমার দ্বিতীয় পর্বেও রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।














