বিশ্বের মধ্যে বাংলাদেশ করোনা ভাইরাস সবচে বেশি রূপ পরিবর্তন করে চলেছে: বিসিএসআইআর
- আপডেট সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বিশ্বের মধ্যে বাংলাদেশ করোনা ভাইরাস সবচে বেশি রূপ পরিবর্তন করে চলেছে বলে বিসিএসআইআরের গবেষণার তথ্য। বিজ্ঞান ও প্রক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান সাংবাদিকদের জানিয়েছেন, এমন তথ্য প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে এসেছে।
স্যায়েন্স ল্যাবরেটরী পরিষদ সভাকক্ষের সংবাদ সম্মেলনে জানানো হয়, ১শ টি সার্স করোনা দু এর সিকোয়েন্সি করা হয়েছে। এখন ২৬৩ টি সার্স করোনা ভাইরাস এর জিনোম সিকুয়েন্স করা হয়েছে। এর প্রতিবেদন বিশ্বে প্রায় ৫০ টি কোভিড ভ্যাকসিন প্রস্ততকারি প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে। যা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সংক্রমিত কোভিড ১৯ উপযোগী ভ্যাকসিন উৎপাদনে কাজে লাগবে। বিসিএসআইআর তার অংশীদার হওয়ার গৌরব অর্জন করার আশা প্রকাশ জানিয়েছেন তিনি । মন্ত্রী আরো জানান প্রায় ২৬৩ টি সার্স কোভিড ২ ভাইরাসের মধ্যে ২৪৩ টি ।জিআর ক্লেড ১৬ টি জিএইচ ক্লেড ৩টি জি ক্লেড এবং ১ টি ০ ক্লেড এর অন্তভুর্ক্ত ।






















