বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এখনই আতংকিত হওয়ার কিছু নেই

- আপডেট সময় : ০৭:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এখনই আতংকিত হওয়ার কিছু নেই। এমনটাই মনে করে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই। দুপুরে মতিঝিল চেম্বার ভবনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপিত শেখ ফজলে ফাহিম বলেন, তবে চীনের সাথে আমদানিতে অনেকটাই ভাটা পড়েছে। তাই কাঁচামাল আমদানিতে বিকল্প উৎস খুঁজতে জাতীয় পরিকল্পনা জরুরি বলে মত দেন তিনি।
বাংলাদেশ তৈরি পোশাক খাতে অন্যতম বড় বাজার হলেও এ খাতের ৬০ শতাংশেরও বেশি কাঁচামাল আসে চীন থেকে। দেশটিতে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ায় বাণিজ্যিক প্রভাব কিছুটা পড়তে শুরু করেছে বাংলাদেশও। প্লাস্টিকজাত পণ্য, মেশিনারিজসহ বিভিন্ন ক্ষেত্রে কমছে আমদানি।
শনিবার দুপুরে এফবিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম জানান, করোনার প্রেক্ষিতে আর্থিক ক্ষতি এখনো নিরূপন করা সম্ভব না হলেও আমদানি রফতানির স্বাভাবিক কার্যক্রমে অনেকটাই সমস্যা তৈরি হচ্ছে। আমদানি ঋণপত্রে ব্যাংকিং সহায়তা বাড়াতে সরকারের হস্তক্ষেপও কামনা করা হয় সংবাদ সম্মেলনে।
তবে সংগঠনটির সহ-সভাপতির দাবি , সামগ্রিকভাবে আমদানি পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হলেও এখনো ভীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।করোনা নিয়ে আতংক ছড়িয়ে কেউ যাতে সুবিধা নিতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে সরকার ও গণমাধ্যমের সহোযোগিতা চায় এফবিসিসিআই।